আসছে আবার নতুন বছর
বিদায় বিদায় বসন্ত
বাঙালি আজ উত্সবে
পরবে নতুন বসন তো।
পুরোনো সব দিই ফেলে আজ
জীর্ণ-জরা যত
যাই ভুলে আজ আনন্দে
মনের শত ক্ষত।
বসন্তেরেই শেষ বেলাতে
হৃদয় আত্মভোলা
বিদায় ক্ষণের বেদনাতে
লাগছে মনে দোলা।
বসন্ত শেষ সবার মনে
হাসুক নববর্ষ
সবার বুকে থাকবে জেগে
শান্তি সুখ ও হর্ষ।
No comments:
Post a Comment