Wednesday, April 13, 2016

**** শুভ নববর্ষ ১৪২৩ ****

বাঙালির প্রাণের আর মনের মিলন ঘটার দিন৷ বাঙালি বাংলা ১৪২৩ সালকে বরণ করে নিচ্ছে সব বিভেদ, জরা আর দুঃখকে ভুলে৷ যা পুরনো আর জীর্ণ – তাকে বাদ দিয়ে বাঙালি গাইছে নতুনের গান৷প্রার্থনা একটাই৷
বৈশাখের শক্তিতে মঙ্গল আর শুভ যেন ভরিয়ে দেয় বাঙালির জীবনকে৷ একই শক্তিতে বাঙালি যেন পরাভূত করতে পারে সকল অশুভ শক্তিকে৷ প্রার্থনা – যা কিছু ক্লেদাক্ত, গ্লানিময়, যা কিছু জীর্ণ বিশীর্ণ দীর্ণ, যা কিছু পুরনো- তা বৈশাখের রুদ্র দহনে পুড়ে হোক ছাই। গ্রীষ্মের এই তাপস – নিঃশ্বাস বায়ে পুরনো বছরের সব নিষ্ফল সঞ্চয় উড়ে যাক-দূরে যাক, যাক দূর-দিগন্তে মিলিয়ে।
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা। এসো, এসো, এসো, হে বৈশাখ।’ সকল না পাওয়ার বেদনাকে ধুয়ে মুছে, আকাশ – বাতাস ও প্রকৃতিকে অগ্নিস্নানে সূচি করে তুলতেই আবার এসেছে পয়লা বৈশাখ। নতুন স্বপ্ন, উদ্যম ও প্রত্যাশার আলোয় রাঙানো নতুন বাংলা বছর।
স্বাগত ১৪২৩..

No comments:

Post a Comment