Saturday, April 30, 2016

মৃত্যু এক চিরন্তন সত্য..!!!!!!

''এক গ্রামে এক গোয়ালিনী ছিল।সে প্রতিদিন দুধ বিক্রি করত।একদিন সে দুধের কলস মাথায় নিয়ে পথ চলছিল। এমন সময় সে ভাবতে লাগল, "আমি দুধ বিক্রি করব এবং সেইটাকা দিয়ে ডিম কিনব। ডিম গুলো আমাকে অনেক মুরগীর বাচ্চাদিবে।আমি বাচ্চা গুলো বিক্রি করে একটি রেশমি জামা কিনব। আমি জামাটি পরিধান করলে আমাকে খুব সুন্দর দেখাবে। অনেক যুবক আমার কাছে এসে আমাকে বিয়ের প্রস্তাব দিবে।কিন্তু আমি মাথা নাড়াবো আর 'না' বলবো। তখন খুব মজা হবে।"এভাবে ভাবতে ভাবতে এক সময় সে সত্যি সত্যিই মাথা নাড়ালো..আরসাথে সাথে তার দুধের কলস মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। আর তার দিবা স্বপ্নের অবসান ঘটল।এই গোয়ালিনীটির মতোই আমরা প্রতি নিয়ত স্বপ্ন দেখেই চলেছি..যেআমরা এই জড় জগতে অনেক সুখি হব..আমাদের অনেক বাড়ী..গাড়ী...ধন দৌলত হবে।কিন্তু চরমে মৃত্যু এসে আমাদের সমস্ত স্বপ্নের অবসান ঘটিয়ে আমাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যায়। এটাই চিরন্তন সত্য...

No comments:

Post a Comment