জীবনের অর্থ - একটি সুন্দর বার্তা
একজন ব্যক্তি মারা গেলেন ।
যখন তিনি নিজে সেটা উপলব্ধি করলন ....
দেখেন যে স্বয়ং ঈশ্বর তাঁর দিকে এগিয়ে আসছেন । ঈশ্বরের হাতে একটা সুটকেস অথবা ব্যাগ জাতীয় কিছু।
ব্যক্তি ও ঈশ্বরের কথোপকথন----------
ঈশ্বর : এবার যাবার সময় হয়ে গেছে ।
ব্যক্তি : এত তাড়াতাড়ি ? কিন্তু আমার যে অনেক কিছু করার ছিল !
ঈশ্বর : আর কিছু করার নেই । এই সুটকেসটি নাও আর আমার সাথে চলো ।
ব্যক্তি : কি আছে আপনার ঐ সুটকেসে ?
ঈশ্বর : যা কিছু তোমার নিজের .....
ব্যক্তি : আমার নিজের ? মানে আমার জিনিসপত্র, জামাকাপড়, টাকাপয়সা .....
ঈশ্বর : ঐ গুলি এই পৃথিবীর সম্পদ - তোমার নিজের কোনদিনই ছিল না ।
ব্যক্তি : তবে কি ওইগুলো আমার স্মৃতি ?
ঈশ্বর : স্মৃতি শুধুই সময়ের সম্পদ ।
ব্যক্তি : তবে কি আমার প্রতিভা?
ঈশ্বর : নাহ । সেগুলো পরিস্থিতির অবদান ছিল ।
ব্যক্তি : তবে কি এরা আমার পরিবার ও বন্ধুবান্ধব ?
ঈশ্বর : না পুত্র । তারা ছিল তোমার জীবন যাত্রার সঙ্গী ।
ব্যক্তি : আমার স্ত্রী আর সন্তান ?
ঈশ্বর : তারা তোমার হৃদয়ে ।
ব্যক্তি : তবে কি এটা আমার শরীর !
ঈশ্বর : না না । সে তো শুধুই ধুলিকনা।
ব্যক্তি : তবে এ নিশ্চয়ই আমার আত্মা !
ঈশ্বর : তুমি কিন্তু আবার ভুল বললে । তোমার আত্মা - সে তো আমার !!
দু চোখে জলের ধারা । ব্যক্তিটি এবার ভয়ে ভয়ে তার দিকে বাড়ানো সুটকেসটি খুলল।
খালি ......
ব্যথিত মনে অশ্রুসজল চোখে এবার ঐ ব্যক্তি ঈশ্বরের দিকে চাইল -
আমার নিজের বলে কি কিছুই নেই ?
ঈশ্বর : ঠিক তাই । তোমার কোনদিন কিছু ছিলই না ।
ব্যক্তি : তবে আমার বলতে কি আছে ?
ঈশ্বর : তোমার এই পৃথিবীতে কাটানোর মুহুর্ত গুলি । যতটা সময় কাটিয়েছ এই পৃথিবীতে - সেগুলো সব তোমার ছিল ।
জীবন শুধুই কতগুলো মুহুর্ত ............
বাঁচো , ভালোবাসো , উপভোগ করো ।
No comments:
Post a Comment