MTCR গ্রুপে যুক্ত হয়ে ভারতের সুবিধা কি
হলো..?
.
.
.
মিসাইল টেকনোলজি কন্টোল রিজিম হলো
১৯৮৭ সালে প্রতিষ্টিত হওয়া ৩৪টি দেশের এমন
একটি সংস্থা যারা ব্যালেস্টিক মিসাইল বা অন্য
যেকোন পরমানু, কেমিক্যাল, বাইলোজিল্যাক
অস্ত্র বহনকারী প্রযুক্তিকে পৃথিবীর বিভিন্ন
দেশের মধ্যে সম্প্রসারিত হতে বাধা দান করে।
ভারত গত বছরেই এই গ্রুপের সদস্য হওয়ার
জন্য আবেদন করেছিল এবং এই গ্রুপের ৩৪টি
দেশের সর্বসম্মতিক্রমে গ্রুপের প্রবেশ করতে
চলেছে। এবার দেখে নি এরফলে ভারতের ঠিক কি
কি লাভ হতে চলেছে :
.
১. MTCR গ্রুপে যোগদানের ফলে ভারতের
নিউক্লীয়ার সাপ্লাই গ্রুপ বা NSG তে প্রবেশের
পথ আরো পরিষ্কার হয়ে গেল।
.
২. MTCR গ্রুপের সদস্য হওয়ার ফলে ভবিষ্যতে
ভারত সহজেই অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি
কিনতে পারবে।
.
৩. MTCR গ্রুপে ভারতের প্রবেশ করার ফলে
আমেরিকার থেকে অত্যাধুনিক প্রিডেটর ড্রোন
কেনার বিষয়ে আর কোন বাধা থাকলো না। এই
গ্রুপের সদস্য হওয়ার ফলে ভারত যেমন বিদেশ
থেকে ড্রোন কিনতে পারবে আবার সহজেই
উন্নত প্রযুক্তি হস্তগত করে দেশেই আরো
উন্নত ও অত্যাধুনিক ড্রোন বানাতে সক্ষম
হবে।
.
৪. ভারত ও রাশিয়া যৌথভাবে বানানো বিশ্বের
সবথেকে দ্রুতগতি সম্পন্ন ব্রমোস মিসাইল টি
মাত্র ৩০০কিমি রেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ ছিল
কারন ভারত MTCR গ্রুপের সদস্য দেশ ছিল না
কিন্তু এখন উভয় দেশই এই গ্রুপের সদস্য
হওয়ায় ব্রমোস মিসাইল টির রেঞ্জ বৃদ্ধি করতে
ভারত রাশিয়ার সামনে আর কোন আন্তর্জাতিক
বাধা নিষেধ থাকলো না।
.
৫. ভারত ও রাশিয়া বেশ কয় এক বছর ধরেই
তাদের শব্দের থেকে তিনগুন গতিবেগ সম্পন্ন
ব্রমোস মিসাইল টি তৃতীয় দেশ গুলোকে বিক্রির
পরিকল্পনা করছিল। যার প্রথম ক্রেতা হতে
চলেছে ভিয়েতনাম। MTCR তে ভারতের সদস্যপদ
পাওয়ার ফলে ভারতের নিজস্ব ও যৌথভাবে
প্রস্তুত করা মিসাইল বিদেশী রাস্ত্রের কাছে
বিক্রি করার আর কোন বাধা থাকলো না।
.
৬. MTCR গ্রুপে যোগদানের ফলে এই গ্রুপের
দেশ গুলোর সাথে ভারতের কুটনৈতিক সম্পর্ক
আরো জোড়দার হবে এবং এরফলে ভারত বিনা
বাধায় এইসব উন্নত রাস্ত্রের থেকে বিভিন্ন
সামরিক বা অসামরিক প্রযুক্তি আমদানি করতে
পারবে।
Wednesday, June 8, 2016
MTCR গ্রুপে যুক্ত হয়ে ভারতের সুবিধা কি হলো..?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment