আজ থেকে ঠিক 123 বছর আগে আমেরিকার মাটিতে এক অপরিচিত "নরেন্দ্রের" ভাষণে মুগ্ধ হয়ে করতালিতে ভরিয়ে দিয়েছিল সে দেশের মানুষ। আর ৮জুন ২০১৬ তারিখ 123 বছর পরে আর এক "নরেন্দ্রের " ভাষন শুনে করতালি দিয়ে ভরিয়ে দিল আমেরিকা।
.
...বিশ্বের সবচেয়ে শক্তিধর সংসদ মার্কিন কংগ্রেসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর এদিনের ভাষণ ছিল এককথায় ঐতিহাসিক ! ভাষণের বিষয়বস্তু বাদ দিয়েও অন্য অনেক কারণেই ভাষণটি ছিল ঐতিহাসিক!
.
...মোদীজী সংসদে প্রবেশ করা মাত্র সমস্ত সাংসদেরা উঠে দাঁড়িয়ে মোট 3 মিনিট 36 সেকেন্ড ধরে করতালি দিয়েছেন ! মোট 46 মিনিটের ভাষণে মুগ্ধ মার্কিন সাংসদরা 72 বার করতালি দিয়েছেন আর 9 বার স্ট্যান্ডিং ওবেসন দিয়েছেন মোদীজীকে ! মোদীজীর হাস্যরসে মোদিত হয়েও তারা হেসেছেন 9 বার। কোন চিরকুট হাতে না রেখেও ফ্লুয়েন্টলি ইংরাজীতে ভাষন দিয়েছেন মোদীজী ! এই কয়েকটি বিষয়ে দেখে নিশ্চয়ই আমাদের দেশের মোদী বিরোধীরা হেঁচকি তুলতে শুরু করেছে ! ঘুম ছুটে গেছে চিন-পাকিস্তান সহ তাদেরও।
.
...মার্কিন সাংসদরা মোদীজীর ভাষন শুনে এতটাই মুগ্ধ যে সংসদের মধ্যে ভাষন শেষে সিনেমার নায়কদের ফ্যানেদের মতো সাংসদরা মোদীজীর অটোগ্রাফ নেবার জন্য হুড়োহুড়ি লেগে যায় ! ভাবতে পারছেন হুড়োহুড়ি করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের সাংসদরা ভারতের প্রধানমন্ত্রীর অটোগ্রাফ নিচ্ছেন। আমরা সবাই জানি মোদীজীর কট্টর সমর্থকদের বলা হয় "মোদী ভক্ত"। আজ যেন আমেরিকান সেনেটররাও 'মোদী ভক্ত' হয়ে গেলেন।
.
...সন্ত্রাসবাদের জনক চিন-পাকিস্থানকে কোণঠাসা করতে আফগানিস্তান, ইরান, সৌদি আরব, কাতার, আরব আমিরসাহী, ভিয়েতনাম, জাপান, থাইল্যান্ড, মায়ানমার, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, আমেরিকার সঙ্গে ভারতের নতুন কেমিস্ট্রি বিশ্ব রাজনীতিটাকেই আগামীদিনে পাল্টে দেবে ! আমেরিকার মতো উন্নাসিক দেশের মাটিতে ভারতের এই ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা (অবশ্যই মোদীজীর সৌজন্যে) ভারতবাসী হিসাবে সবাইকে গর্বিত করবে !
.
...শতাধিক বছর আগে এক নরেন্দ্র ভারতের গর্বের নিশানটা উড়িয়ে দিয়েছিলেন ! শতবর্ষ পরে আর এক নরেন্দ্র সেই গর্বকেই সীলমোহর দিয়ে এলেন ! স্বাভিমানী ভারতীয় হিসেবে তাই উদ্ধত মাথাটা তুলে সগর্জে বলে ওঠে ......ভারতমাতা কি জয় !
.
...এটা অবশ্যই ভারতীয় হিসেবে আমাদের চূড়ান্ত গর্বের বিষয়।
...জয় হিন্দ।
.
ভাষণের লিংক- https://www.youtube.com/watch?v=BpYnuZYT3J4
.
অটোগ্রাফের লিংক- https://www.youtube.com/watch?v=MGNiKDGU6vk
Thursday, June 9, 2016
মার্কিন কংগ্রেসে মোদীর ঐতিহাসিক ভাষণ।।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment