Tuesday, April 18, 2017

শ্রীমদ্ভাগবদ্গীতা এর অর্থ কি?

♥♥শ্রীমদ্ভাগবদ্গীতা এর অর্থ কি?♥♥
♦♦শ্রীমদ অর্থ পবিত্র গ্রন্থ; ভগবদ্ অর্থ ঈশ্বর; গীতা অর্থ গান; ভগবদ্গীতার অর্থ হল ঈশ্বরের গান এবং শ্রীমদ্ হল এর বিশেষণ। এখন প্রশ্ন হতে পারে ভগবদ্গীতা ভগবান কৃষ্ণ, অর্জুনকে বলেছিলেন, তবেএকে গান বলা হয় কেন? কারণ, গীতার মিত্রাক্ষরছন্দ যখন সঠিক ভাবে উচ্চারণ করা হয় তখণ তা খুবই সুন্দর সুরেলা সঙ্গীত এর সৃষ্টি করে।গীতার এই ছন্দ কেঅনুষ্টুপ্ বলা হয় এবং এরপ্রতিটি শ্লোক ৩২ অক্ষর সমণ্বিত।
♪♪ শ্রীমদ্ভাগবদ্গীতা যথাযথ অর্থ বা পরিচয় ভগবান কৃষ্ণ গীতাতে নিজেই বলে দিচ্ছেন-- রাজবিদ্যা রাজগুহ্যংপবিত্রমিদমুত্তমম্। প্রত্যক্ষাবগমং ধর্মংসুসুখং কর্তুমব্যয়ম্।।৯-২ "এই (গীতার)জ্ঞান সমস্তবিদ্যার রাজা, সমস্তগুহ্যতত্ত্ব থেকেওগুহ্যতর, অতি পবিত্র এবংপ্রত্যক্ষ অনুভূতিরদ্বারা আত্ম-উপলব্ধিপ্রদান করে বলে প্রকৃতধর্ম। এই জ্ঞান অব্যয়এবং সুখসাধ্য।"♪♪

No comments:

Post a Comment