জল দুধের সাথে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল ।
এই দেখে দুধ জলকে বলল , "তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারনে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সাথে মিশে গেলে , আমিও আমাদের বন্ধুত্ব পালন করব , আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হ'বে !"
তাই দুধকে যখন ফোটানো হয় , তখন জল বলে , এবার আমার বন্ধুত্ব পালন করার পালা , তাই তোমার থেকে আগে আমি মৃত্যু বরণ করবো ! তাই জল আগেই শেষ হয়ে যায় !
যখন দুধ তার বন্ধু জলকে এভাবে মৃত্যু বরণ করতে দ্যাখে , তখন দুধ উথলে উঠে আগুনকে নেভানোর চেষ্টা করে , কিন্তু , যখন কিছু জলের ফোঁটা ছিটিয়ে তার বন্ধুকে উথলানো দুধের সাথে মিলিয়ে দেওয়া হয় , তখন দুধ আবার শান্ত হয়ে যায় !
কিন্তু …………………
এক ফোঁটা অম্ল সেই জল এবং দুধের নিবিড় বন্ধুত্বকে আলাদা করে দিতে পারে !
তাই বন্ধুত্বের মাঝে কখনোই "অম্লত্ব" আসতে দেবেন না , কারণ , সামান্য অম্ল গভীর বন্ধুত্বে ফাটল ধরাতে পারে !
কার কাছে কত কোটি টাকা আছে , কটা গাড়ী আছে , কটা মহল আছে সেটা বড় কথা নয় ………
দরকার তো দুটো রুটি , ………… আর জীবন তো একটাই ………… তাহ'লে কিসের অহংকার !
শুধু ভাবুন , আপনি কতটা সময় খুশীতে কাটিয়েছেন , আর কতজনকে খুশী বিতরন করতে পেরেছেন ।😘😊
✍ শোনার অভ্যাস করুন , কারণ , নিন্দা করার লোকের অভাব নেই ।
✍ হাঁসতে শিখুন , কারণ , কাঁদানোর জন্যে লোকের অভাব নেই ।
✍ ওপরে ওঠার চেষ্টা
করুন , কারণ , পা ধরে টেনে নামানোর লোকের অভাব নেই ।
✍ উদ্যমি হওয়ার চেষ্টা
করুন , কারণ হতোদ্যম করার লোকের অভাব নেই ।
✍ যিনি সত্যিকারের
মানুষ তিনি কখনোই নাস্তিক বা আস্তিক হন না , তিনি সবসময় বাস্তবিক হন …………
✍ ছোটো ছোটো কথা মনের মধ্যে ধরে রাখলে , বড় বড় সম্পর্কও
নষ্ট হয়ে যেতে পারে ।
✍ যদি আপনার আড়ালে আপনার কোনো সমালোচনা হয় , তো জানবেন আপনার কিছু ব্যক্তিত্ব নিশ্চয় আছে যার সমালোচনা হচ্ছে ।
✍ "নিন্দা" তারই হয়
যিনি বেঁচে আছেন , কারণ মৃত্যুর পর তাঁরই গুনগান করা হয় ।
Saturday, May 6, 2017
জল দুধের বন্ধুত্ব.....।।।
Subscribe to:
Posts (Atom)